হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি। হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। দিনের ঘটনাপ্রবাহ জানুন একনজরে...
সরাসরি কভারেজ
কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ‘ধর্ষণের অভিযোগ নেই’
ভারতের উত্তরপূর্ব রাজ্য মেঘালয়ের পুলিশ বলছে যে তাদের রাজ্যের একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা চারজন বাংলাদেশিকে কলকাতা থেকে তারা গ্রেফতার করে নিয়ে এসেছে। এরা সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত।
তবে এদের বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে, তা সঠিক নয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংরাং।
মেঘালয়ের স্থানীয় সূত্রগুলি জানিয়েছে ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে অক্টোবর মাসে হাতাহাতির ঘটনায় অভিযুক্ত হন ধৃত চারজন।
তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান (মুক্তি), সহসভাপতি আবদুল লতিফ (রিপন) ও সদস্য ইলিয়াস হোসেন (জুয়েল)।
কলকাতা লাগোয়া বিধাননগর পুলিশের সহায়তায় মেঘালয় পুলিশ ওই চারজনকে রবিবার গ্রেফতার করে।
বিধাননগর পুলিশের সূত্রগুলি জানিয়েছে, পাঁচই অগাস্টের পরে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মেঘালয়ে বসবাস করছিলেন বলে মেঘালয় পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি থানার একটি মামলায় অভিযুক্ত ওই চারজন কলকাতা লাগোয়া নিউটাউন এলাকার একটি আবাসনে আশ্রয় নিয়েছিলেন। রবিবার সেখান থেকে তাদের গ্রেফতার করে শিলংয়ে আনা হয়েছে বলে মেঘালয় পুলিশ জানিয়েছে।
মেঘালয় পুলিশের মহাপরিচালক মিজ নংরাং বিবিসি বাংলাকে জানিয়েছেন, "ওই চারজনের বিরুদ্ধে ডাউকি থানার একটা মামলা ছিল। কোনও ধর্ষণের অভিযোগ নেই এদের বিরুদ্ধে। ডাউকি থানায় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় অভিযোগ ছিল। সেই মামলাতেই কলকাতা থেকে এদের গ্রেফতার করে আনা হয়েছে।"
যেসব ধারায় ধৃত চারজনের বিরুদ্ধে মামলা আছে সেগুলি মূলত অস্ত্র দিয়ে হামলা (আগ্নেয়াস্ত্র নয়), হামলার জন্য জমায়েত হওয়া, এক লক্ষ টাকার কম পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের মতো অভিযোগ। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে।
ভারতের ডাউকি ও বাংলাদেশের তামাবিল সীমান্ত - ফাইল ছবি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস সমর্থিত মিছিল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দিকে এগিয়ে যাচ্ছে আরএসএস সমর্থিত মিছিল আরএসএস সমর্থিত মিছিলের একটি স্লোগান হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে।
আজ বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে।
বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন।
তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এক এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- “বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!”, “বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে।
আরএসএস সমর্থিত মিছিলে নানা বয়সী মানুষকে অংশ নিতে দেখা গেছে মিছিলে নানা বয়সের অনেক নারীও যোগদান করেছেন মিছিলের একটি অংশ হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন
উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।
গত পাঁচই নভেম্বর দিবাগত রাতে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিলো। পরে তাকে তিন দিনের রিমান্ড পাঠানো হয়। রিমান্ড শেষে গত নয়ই নভেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।
গ্রেফতারের সময় শমী কায়সার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন।
শমী কায়সারের বিরুদ্ধে হওয়া মামলা গত জুলাই-অগাস্ট মাসে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। সেই আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। সেসময় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে।
ওই ঘটনায় গত ২৯শে সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। মামলায় শমী কায়সার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।
শমী কায়সার টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
গতকাল রাত পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা।
নিহতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, “পরিচয় পাওয়া যায়নি। তাদের চেহারা বিকৃত হয়ে গেছে।”
নিহতদের দু’জনই পুরুষ। তাদের আনুমানিক বয়স সাত বছর এবং ৩০ বছর।
তাদের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশে প্রায়ই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর শোনা যায় (ফাইল ছবি) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা করে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যাওয়ার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা।
বিবিসি বাংলা’র সংবাদদাতা জানিয়েছেন, অন্তত গত এক যুগে দিল্লির বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ “বহু বহু বছরের মধ্যে প্রথমবার”।
এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল, ভারতের সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো চিফ রাজীব জৈন, ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রিও থাকবেন বলে শোনা যাচ্ছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন
0 Comments