NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন ১ মিনিটে
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জেনে নিতে পারবেন অনেক সহজেই। কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে। বিস্তারিত ,,,,,
✅✅এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানার জন্য আমরা কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। এতে করে, আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করেছেন তা জানতে পারবেন। এছাড়াও, কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এটিও জানা সহজ হবে।তো চলুন, সিম রেজিস্ট্রেশন কার নাম জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু:-
🔴NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
🔴সিম রেজিস্ট্রেশন চেক কোড
🔴কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
🔴সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়
🔴সারকথা
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে :-
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *16001# কোডটি ডায়াল করুন। এরপর, আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং সেন্ড করুন। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানিয়ে দেয়া হবে।
এই পদ্ধতি অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন। কারণ, বর্তমান নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ড দিয়ে মোট ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়।
NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন —
0 Comments